বসন্তের হেমলক
বসন্তের শেষ মাস
মোহনার কাতরতা রাতের দেয়ালে
আমাকে মৃত্যুদণ্ড দাও
আমার মৃত্যু হলে অন্ত্যেষ্টি কোরো না
বিকেলের প্রান্তরে খেয়াঘাটে ভাসিয়ে দিয়ো বিষাদের স্মৃতি
মোমবাতি সহ বিনম্র আলোর অন্ধকারে
আমাকে মৃত্যুদণ্ড দাও
অনাবিল দেহতট স্মৃতিতে ফুরালে
আমি তাকে 'মৃত্যু ' নামে ডাকি
আপসোস এবং হতাশা
বিদ্যুৎ রাতে এসব ছুঁয়েই মৃত্যু আসে
যেটুকু জেনে যাও ভ্রান্তির দোষে
আজ তার গভীরে হেমলক ঢালো
" ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি ,
শূন্যে খুড়োর কল, সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার
অন্য গানের সুর , তোর অদ্ভুত অহঙ্কার "
অপ্রাসঙ্গিক মৃত্যুর ঢেউ বুকে নিয়ে
শেষ বারের মতো , ...... আমি মৃত্যুদণ্ড চাই
Tags:
কবিতা