রত্না দাশগুপ্ত আইচ

RatnadasguptA

জাগতে রহো!

জনমানব শূণ্য ভিজে রাজপথ
বাতি স্তম্ভ গুলো রাত পাহারায়
একাকী নিশুতি রাত পরম মমতায় আগলে রেখেছে আমার সঞ্চয়,
আমার দৈন্যতা, আমার বৈভব, আমার একাকিত্ব কে……
রাত জাগা ভিজে রাস্তার শুন্যতাকে প্রহরের ঘন্টা বলে যাচ্ছে,
জা…..গ……তে……. রহো!
জাগছে আমার চোখের পাতারা…….
জাগছে স্মৃতির সরণি…….
রাতের গভীরে তারাদের কাছে অঞ্জলী পাতি আমি
অভ্রের মতন জ্বলজ্বলে স্মৃতি রাতের তমসায়….
বিহ্বল মোহে অন্তর ধায় কুহক ইশারায়।
পথের কিরণে কুঁকড়ে পরে আছে ঘা দগদগে স্বপ্নগুলো,
ভিজে হাওয়া মাথায় হাত বুলিয়ে যায়,-
ক্ষতে প্রলেপ দেওয়ার বিফল চেষ্টা।
বিনিদ্র চোখের পাতা জড়িয়ে আসছে শেষ ঘুমে
তখন শেষ প্রহরের ঘন্টা বলে যাচ্ছে
জা......গ......তে রহো!





Previous Post Next Post