কমলেন্দু বিকাশ রায়

kamalendu


ভাঙনের গান

দড়ি ছিঁড়ে পালাল খুনসুটি
চুপ করে গেছে গৃহস্থালির মনোমালিন্য
আন্তরিক সুখের মাঝে বেয়ারা প্রাচীর

ভেঙে গেছে নদীর পাড়
ছায়া ভেসে যায় বেনোজলে
ঘুমিয়ে গেছে বটবৃক্ষ

কৃ্ত্রিমতা কাজল আঁকে চোখে
চোখে চোখে কথা হয়
মেকি কুশলসংবাদ শেষে
সুর তোলে বাউল
বাতাসে ভেসে যায় ভাঙনের গান।




মেঘের ভেতর

সাদা জামা, ধুতি উড়িয়ে দিই আকাশে
শরৎ নেমে আসে অকালে
শিউলি ঝরে টুপটুপ গালে
দাড়ি গুলোও সাদা হয়ে গেছে
চিঠি বয়ে আনে দুটো বক

তোমার সানগ্লাসে আমি সাদায় তো
কথার স্রোত নিভে গেলেও
ভো-কাট্টা ঘুড়িতে ফিরে আসে স্মৃতি
চাওয়া-পাওয়ার তুলিতে রমনী মুখ
নিভৃত আশ্রয়ে সংসারী হওয়ার বাসনা
সব জল হয়ে গেছে মেঘের ভেতর।



Previous Post Next Post