দীপুমালা

DipumalA

অদেনাদার ভালোবাসা

আমি তোমাকে কতটা ভালোবাসি
সে তুমি জানো।
তুমি আমাকে ভালোবাসো
সে অভিনয়টা না হয় নাইবা করলে!
এই ভয়ানক শাস্তিটা
কত যে ভয়ংকর
তা তুমি বুঝতে পারবে না;
সেটা তোমার বোঝার শক্তি নাই।

এটা বোঝার পরও আমি কেন
তোমায় ভালোবাসি?
জানিনা, হয়তো ভালোবাসি বলেই।

অনেক দিন বাদে
ফোন করে বলবে-
তুমি যে আমায় ভালোবাসো
তার প্রমান কই?
একদিনও তো ফোন করে জানলে না;
আমি কেমন আছি?
কি করছি, কিভাবে চলছি।

শুধু ব্যস্ততার ফুলঝুড়ি
কি ভয়ংকর অভিনয়
কি ভয়ংকর প্রতারনা
কি ভয়ংকর ভালোবাসা।

এমন অদেনাদার ভালোবাসা
কতদিন চলবে?
কবে মিলবে মুক্তি!




Previous Post Next Post