অদেনাদার ভালোবাসা
আমি তোমাকে কতটা ভালোবাসি
সে তুমি জানো।
তুমি আমাকে ভালোবাসো
সে অভিনয়টা না হয় নাইবা করলে!
এই ভয়ানক শাস্তিটা
কত যে ভয়ংকর
তা তুমি বুঝতে পারবে না;
সেটা তোমার বোঝার শক্তি নাই।
এটা বোঝার পরও আমি কেন
তোমায় ভালোবাসি?
জানিনা, হয়তো ভালোবাসি বলেই।
অনেক দিন বাদে
ফোন করে বলবে-
তুমি যে আমায় ভালোবাসো
তার প্রমান কই?
একদিনও তো ফোন করে জানলে না;
আমি কেমন আছি?
কি করছি, কিভাবে চলছি।
শুধু ব্যস্ততার ফুলঝুড়ি
কি ভয়ংকর অভিনয়
কি ভয়ংকর প্রতারনা
কি ভয়ংকর ভালোবাসা।
এমন অদেনাদার ভালোবাসা
কতদিন চলবে?
কবে মিলবে মুক্তি!
Tags:
কবিতা