দীপ্তি চক্রবর্তী

dipti


আস্তানা 

নিয়ম করে ইদানীং
           আর বসন্ত আসে না
বৃষ্টি নামে না সাধারণ নিয়মে ...

অথচ
নোনতা বৃষ্টির নদী বয়ে চলে আপন নিয়মে
মাথা গোঁজার ঠেক টুকু আজ অচেনা লাগে
ভাতের ফ্যানের গন্ধে ভাসে ছাই রঙ ...

হে বরুণ দেব
তুমি কি তাহলে এখন
সমুদ্র  সৈকতেই স্থায়ী আস্তানা গড়েছো !


বৃষ্টি কথা

অতঃপর বৃষ্টি কে খুঁজতে
              সেই বৃষ্টি দেশে পৌঁছলাম

দেখি সোনালি মেঘ গায়ে মেখে
     বৃষ্টি রামধনু আঁকায় ব্যস্ত

সকালের রোদ্দুরে তোকে
                 মোহময়ী  লাগে বৃষ্টি

মেঘের ঘনকালো বুকের আশ্রয় থেকে
               ঝরতে থাকিস পৃথিবীর বুকে

বিরহী মেঘের অপেক্ষা শুরু হয়
নতুন এক বর্ষার

              চল বৃষ্টি
পৃথিবীর বুকে ঝরার সময় হ্ল ...





Previous Post Next Post