দীপিকা শিকদার

DipikA

বিলাপ-বিলাস

ইস্টিলের বাসনে ঠুং-ঠাং প্রেম প্রীতি।
তপ্তকাতর জীবনের মানে নিপীড়িত অগ্রগতি।

ভাঁড়ার ঘরে বিস্তীর্ণ স্তুপাকৃত জঞ্জাল।
ভালো না বেসেও বলি অগোচরে;তুই ই আমার বিহারীলাল।

দালানের পরে থাকা বাগানঘর ;
ওই শুধু মানে ; তুই ই আমার মনের আঁতুড়ঘর।

চিলেকোঠায় থাকা ঝুল কালির অবস্বাদ।
ওরাও জানে ; তুই ই আমার ভালো লাগার গোপন আস্বাদ।

খোলা চুলে ঝোড়ো হাওয়ার অক্লান্ত চুম্বন।
জানিয়ে যায় বড় অনঢ় অদৃশ্য এ দৃঢ় বন্ধন।

তোকে বলতে চাওয়া ভালোবাসার অভিলাষ।
অজান্তেই মন কুঁকড়ে ওঠে ; বলে ভালোবাসা হল এক "বেনামী লাশ"।


                       

Previous Post Next Post