দেবাশীষ জানা

DebashiS

অন্য ছায়াপথে

আমি ছায়া ধরে ধরে হাঁটি
ছায়া মেপে মেপে ফেলি পা,
তুমি যা দেখো সে আমারই ছায়া
আদপে সে আমি না

তুমি চলে যাও শুধু ছায়াপথ ধরে
মনে জেগে থাকে ধুমকেতু,
চোখের-বৃষ্টি দেখে যায় না বোঝা
আদপে এটা কোন ঋতু

কালপুরুষের মত আমিও সাজাই
মনের গহীনে অসীম আকাশ,
প্রতিরাতে কিছু মুছে যাওয়া তারা
লুকায় আমার সর্বনাশ

এই ছায়াকে তুমি স্পর্শ করেছো-
হাতে হাত রেখে সব ভুলে গেছো
তবু আমি মৃত্যুর মতো শীতল হয়ে,
রাত নেমে এলে হারিয়ে গিয়েছি
আকাশের বুকে গঙ্গা হয়েছি
চলেছি অন্য ছায়াপথ বেয়ে




Previous Post Next Post