প্রকাশ
১।
তোকে আর কি দেই ?
খুচরো খাচড়া কিছু বিশ্বাস
সমগ্র অস্তিত্ব শিকড় গাঁথুক
প্রলম্বিত হোক নিঃশ্বাস---
একতলা থেকে সত্তুর তলা
সব আমাদের অংশ
লোভের পুকুর বিড়বিড়ে বলে
দোল খায় জাতাংশ ?
শঙ্খের খোলে রোদের ঝাঁপর হাজার দিনের সখ্যতা
আউট অব ফোকাস প্রনাম,সালাম--- করতলে খেলুক সভ্যতা ...
২।
এখনো বেড়ে ওঠেনি গাছ,সাথে ডাল লতা পাতা
সূর্য,নক্ষত্রের স্বভাব
শানানো চাকু,ঘুরপাক করা মুষ্টি
হাভাতে ক্ষিদে নেয়া বুকে আসর জমানো খেলা
বাঁশ বাগান থেকে গাড়ির আসন
কেড়ে নিস তুই মখমল ওড়না সবুজ বিকেল বেলা
৩।
আচ্ছা ,তুই কি জানিস তোর ঘর
নষ্ট সময় অলেখা প্রহর
আলোছায়ায় জ্বলজ্বলে মুখ
রুক্ষ বাকলের সাথে ফেরি হচ্ছে সুখ ?
তুই কি জানিস তোর চোখের তলায় কতোটা জমেছে কালি
কাতারে কাতারে উৎসবই রং ভাসছে নর্দমা নালী ?
Tags:
একক কবিতা