সুপ্রতীম সিংহ রায়



সংসার


বেলা বাড়লে সাদাটে চৈত্র রোদ জানলা বেয়ে ঘরে এসে পড়ে
আমি ক্রমশ ঈশ্বর চিন্তায় মগ্ন হই

এমন দুপুরই বোধহয় চেয়েছিলাম আমি...

যেখানে ঈশ্বর হাতে গামছা-সাবান নিয়ে দাঁড়াবে কলতলায়
আমি স্নান সেরে এসে উপাচারে বসব
ঈশ্বর তার শাঁখা পরা হাতে দায়িত্ব নেবে

আমাকে দু-এক গাল ভাত খাওয়ানোর।





Previous Post Next Post