সুমনা পাল ভট্টাচার্য্য



তোমার


কাঠফাটা রোদে ঘন ছায়ার মত খোঁজ তোমার
অস্থির তৃষ্ণায় শীতল জলের মত প্রতীক্ষা  তোমার
অশান্ত সময়ে সন্ধ্যের শঙ্খধ্বনির পবিত্রতা তোমার
প্রচন্ড দহনে অঝোর বৃষ্টিস্নান অপেক্ষা তোমার

আমার ঘুমের ঘোরে আদরের মেঘ তোমার
আমার জাগরণে ব্যস্ত বিচরণ সে ও তোমার
আমার আঙুলের ফাঁকে গলা সময়ের অজুহাত তোমার
ভয়ার্ত রাতে বুকের বালিশের উষ্ণতা তোমার

নিজেকে উজাড় করে দেওয়ার আয়োজন তোমার
প্রতি মুহুর্তে বাঁচার লড়াই আর মুখের সন্ধান তোমার
আমার ভালবাসার ঘরে নতজানু নিমগ্নতা তোমার
অনেক দূরে ছায়াপথে শুধু অপেক্ষা করার অভ্যেস তোমার

বুকের তোলপাড়ে নি:শ্বাসের গজল তোমার
চোখের কোল বেয়ে মদিরার ছলকানো পেয়ালা তোমার
খেলাঘরের জয় পরাজয় শেষে শ্রান্ত ঘুমছায়া তোমার
আমার বুকের আঁচলে মোড়া সবটুকু 'তুমি' সে ও তোমার


Previous Post Next Post