শূন্য এ বুকে
আমার ঘরের দুয়ার ঠেলে যেদিন তুমি এলে-
স্বপ্নগুলো সাজিয়েছিলাম, সকল বাঁধা ঠেলে-
আলোয় আলোয় ভরেছিল আনাচ-কানাচ-
মন আমায় বলেছিল, " একবার তুই বাঁচ"..
তারপর কতো রাত কতো সুরতোলা ভোর-
এখন শুধুই গল্পকথা, 'অতীত' বড় জোর-
তবু আমার ঘরের দোরে প্রদীপখানি জ্বালা-
এবার বুঝি বৃষ্টি হাতে, তোমার ফেরার পালা!
অনেক কথা ফেনিয়ে ওঠে, বুকে ওঠে ঢেউ-
স্নানঘরে নোনা জল, আর জানে না কেউ-
বুকের মাঝে রাতের বালিশ, জড়ানো দুই হাতে-
বোবা ঠোঁটে তোমারই নাম, ভীষণ শীত সাথে..
তোমার আমার চলার পথ যেখানে হল শেষ-
খুঁজে আর পাইনা, অচেনা লাগে বেশ-
শুধু দেখি পথের ধারে তোমার যুক্তি-সেনা,
ভালবাসার বাজারেতে সস্তা দরে কেনা।
পাথর ভেঙে রক্তঝরা বানভাসি নদী-
একূল ওকূল ছাপিয়ে যাবে, তুমি আসো যদি-
তোমার বুকে মাথা রেখে করব অনেক নালিশ-
দেওয়াল গুলোর গায়ে আবার বিশ্বাসেরই পালিশ।
ভাঙা কাঁচ লাগে না জোড়া, এমনটাই শুনি-
তবু কেন নিত্যদিন নকশীকাঁথা বুনি!!
আবেগ-ঘরে তুফান তুলে চেনাসুর ভিজে যায় -
'শূন্য এ বুকে পাখি মোর আয়, ফিরে আয়, ফিরে আয় '...
Tags:
বিশেষ পাতা