জলপাথর
স্বপ্নবাজির জুয়া শেষে রাশি রাশি অন্ধকার বহন করে চলে আলোর বাতাস,
আর সময়রেখার উপর স্থির হয়ে বসে থাকে কাল-কুয়াশার নিশ্বাস...
পৃথিবীতে গোপন ভ্রুনের মত ঘুমিয়ে আছে আরো কয়েকটি ভবিষ্যৎ জগত।
তারাদের আকাশে তাকিয়ে হঠাৎ মনে হলো --
এই আশ্চর্যময় সত্যের মধ্যে আমি এক অনাবিষ্কৃত গ্রহের অন্ধকার।
মহাকাশের অংশ হয়ে সময়ের পাশে কেবল আমিই এক নিরব বৃক্ষ,
বহুবর্ণের মধ্যে স্ববর্ণ হয়ে দীর্ঘজীবন ফুটে আছি...
কোন কোন সময় মানুষকে খুব একা হতে হয়।
নির্জনতার গভীরে সব কিছু সঁপে দিয়ে শূন্য হতে হয় নিজেকে।
জীবন তো সময়েরই ভগ্নাংশ...
Tags:
গদ্য কবিতা