কবি নজরুল
=====================
ঝাকড়া চুলের বাবরি দুলিয়ে
সৃষ্টি সুখে দুয়ার ভেঙেছো উল্লাসে,
মহান চিত্তে দারিদ্রকে করেছো সম্মান
বিদ্রোহী তুমি গেয়েছো সাম্যের গান।
সৃষ্টির সৈনিক চির উন্নত শিরে
নারীকে করেছো সমান অধিকারে,
প্রখর দীপ্ত শিখীর প্রেরণার কবি
সবার অন্তরে তোমারই চেতনার ছবি।
শিকল পাষাণ বেদির লৌহকপাট খুলে
কান্ডারী হুশিয়ার হয় দুর্গম পারাপারে,
স্রষ্টাকে খুঁজেছো সকল মানবের মাঝে
অত্যাচারী জেগেছো তোমার আহ্বানে।
একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু মুসলমানে
দু’পার বাংলার সুরে সুরে হৃদয় মনে,
দিকে দিকে শুনি জয়োগান ওই বাজে
বিদ্রোহী -নজরুল মিলেমিশে একাকারে।
Tags:
বিশেষ পাতা