শর্মিষ্ঠা ঘোষ



ডায়েরি 


আদ্যোপান্ত আকাঙ্ক্ষা জাতক সে জীবনে মরণে
যাকে নিয়ে ডোবা যায় ভাসা যায় বৃষ্টি ও দহনে
এসব কথা কোনো একজনার উদ্দেশ্যে বলেছিলে
মোহবিকারে সব আমাকেই বলা ভাবতে ভাবতে
ফারেনহাইট ভাঙ্গার উপক্রম করি
কত কিছুই তো ফিরে এসে টুকি দিয়ে যায়
দশ বিশ বছর বাদে , ঢেউ তোলার ক্ষমতাহীন
ডায়েরীর পাতায় লেখার প্রয়োজন বোধ করি না
কষ্ট অসুখ বোবা চাহিদাগুলি লিপিবদ্ধ থাকে
একলা একলা কোনোদিন ছাই হয়ে যাবে বলে
কথা কমতে কমতে নিখোঁজ হয়েছে পুরনো অপমান
পুরনো প্রেম ঘুরে বেড়ায় পথ চলতি দু চারটি মুখে
বদলে গেছে আমার চশমা মন খারাপগুলো বেলাইন
এই মুহূর্তে একটাও ডায়েরি নেই তোমাকে পড়াবার



Previous Post Next Post