শামীম পারভেজ




















এক গুচ্ছ ছড়া

১।

কালি ছাড়া কলম বেকার
কলম ছাড়া খাতা
সবই বেকার যদি থাকে
মগজ ছাড়া মাথা ।


২।

আকাশে ভাসে মেঘ
মেঘ ঝরায় বৃষ্টি
বৃষ্টিতেই হয় ঝরনা
নালা নদীর সৃষ্টি
সৃষ্টি হয় সমুদ্র
সেথা অথৈ জল
জল সবার উপকারী
মেঘ বৃষ্টির ফল ।


৩।

চলতে পথে হুছোট খাওয়া
যেন প্রতিদিনের কাজ
কাজটা হলে মাত্রা ছাড়া
মাথায় পড়ে বাজ ।


৪।

গাছ লাগাতে শিখতে হবে
নিতে হবে যত্ন
যত্ন নিলেই পেয়ে যাবে
সেটা থেকে রত্ন ।


৫।

অন্ধকারে ছিলে তুমি
বের হয়ে দেখলে আলো
ক্ষনস্থায়ী আলোর মাঝে
কাজ করো কিছু ভালো

ভালো কাজে পাবে ফল
পাবে স্থায়ী আলো
অন্ধকারে যাবার আগে
পূন্যের আলো জ্বালো ।


৬।

আকাশে মেঘের সৃষ্টি
কখন আসবে বৃষ্টি
সবার তাতে দৃষ্টি
গরমে বৃষ্টি মিষ্টি ।


Previous Post Next Post