রত্না ঘোষ



পাখী চোখ  

১।

ভুলে গেছি মৃত্যুর কথা
মাথার ছেঁড়া ছেঁড়া চুলের ও সব কিলবিলে খেলা

আমি সুবিধাবাদী
মাঝে রাস্তায় পৌঁছেও গন্তব্য বদলে ফেলি

তুমি বরং চতুর হও
নয়তো আগুনে পুড়ে খাক হবে

ভালোবেসে মাঝে মাঝে ভুল করি
ভুলে গিয়ে ভালোবাসি

তুমি কি জানো
নিমফল আর  বৃষ্টির সম্পর্ক ?


২।

একটা অন্যরকম,  শীত শীত হাওয়া
চাদর জড়ানো বারান্দায়,  শূন্যতার অভ্যেসে
একটা অন্য  মানুষ
স্রোত ঠেলা চমত্কার  হাঁটা ।

একটা কেটে যাওয়া  রাত
আসলে যেটা ছিল, ঘুম ভেঙে  যাওয়া
একটা সুখের  সময়
শিশিরের  মতো, স্নিগ্ধ জলজ গন্ধ  ।

একটা  তোলপাড়  করা গল্প
এখনও  সুন্দর  হয়ে, দুলতে থাকে আলগোছে
একটা সরল রেখা
বহু দূর  লিখে নিয়ে  যায়,   তার  বিস্ময় ।

একটা  অনেক দুরের পথ
ছোট হতে হতে ক্রমশ,  অদৃশ্য  হয়ে  যায়
একটা পাখী চোখ
উড়তে  উড়তে,  মিশে যায়  আকাশের  সাথে ।




Previous Post Next Post