পৃথা রায় চৌধুরী



নিরীহ

মনে মনে জানো,
তোমার কাছে একটা আয়না আছে
তাতে নিজের মুখ তুমি দেখো ইচ্ছেমত।

ভয় পাচ্ছ,
আয়নারও মগজ হয় জানলে
পরখ করে বাতিল করতে...

আয়না বোবা,
যা চাও, তাই দেখায়
নামটা ভুল জানতে,
আসল নাম... ভালোবাসা।

একখণ্ড কাচের কাছে হেরে যাওয়া নামঞ্জুর
তাই ভেঙ্গে ফেলতে পিছপা হবে না;
জেনে রেখো, আহত টুকরোই ঘটাতে পারে
তোমার ভবিতব্যে সর্বাধিক রক্তপাত।



Previous Post Next Post