প্রণব বসুরায়


স্পষ্ট মনে পড়ে 

চক্ষু ভেঙে রক্ত ঝরে, উৎসে জমাট মেঘ
কথার পরে কথার তন্তু উড়তে থাকে হাওয়া
পালের রশি হঠাৎ ছিঁড়ে জলের মধ্যে পড়ে
নৌকোখানি এমন সময় একটু হলেও নড়ে!

আমার তখন স্পষ্ট মনে পড়ে
ঘরের মধ্যে ঘরই ছিল অন্দরে, অন্তরে

আজ বুঝি নেই, ভেবে দ্যাখো, হলপ করে বলো
ঘূর্ণি আগুন চতুর্দিকে, বলছে জ্বলো, জ্বলো




Previous Post Next Post