পিয়ালী বসু

piyali


বোধ জাগরণ ও মোহান্তের মেগাপিক্সেল 
কোরাস
"তন্দ্রা-অলস জাগো গো,
জাগো রে! জাগো রে"

একক
অপ্রাপ্তির কিছু  বেদনা আমাকেও দাও
নির্বাসিত বর্ণমালার বিয়োগ ব্যথা আমাকে দাও
দাও লজ্জা দাও তন্দ্রা দাও অভয়ের চিরসুর

কোরাস
" চাই মানবতা, তাই দ্বারে
কর হানি মা গো বারেবারে—
দাও মানবতা ভিক্ষা দাও!"

একক
ক্ষুধা দুঃখের যন্ত্রনা আমাকেই দাও
অপ্রেমের তীব্র  দহন আমাকেও দাও
দাও বিয়োগ ব্যথা দাও বিস্মৃতির অন্ধকার

কোরাস
" কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট
রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী "

একক
ছুঁতে দাও এ পরম নৈঃশব্দ্য
অনুভব করতে দাও এই স্বচ্ছতা
অনুতাপহীন ভীত চেতনায় লজ্জিত করো আমাকে

কোরাস
" জাগো আজ দণ্ড-হাতে চণ্ড বঙ্গবাসী।
ডুবাল পাপ-চণ্ডাল তোদের বাংলা দেশের কাশী।
জাগো বঙ্গবাসী "

একক
ক্রমশঃ ক্লান্ত জীবনের অনন্ত দুঃসহ ব্যথা আমাকে দাও
কুয়াশাচ্ছন্ন স্মৃতির প্রস্তরের বুকে জমে থাকা সাম গান আমাকে দাও
দাও হিম ছায়াভূমির সমাহিত আলো দাও চাঁদের ঢেউ

ক্রমশ ঝাপসা হতে থাকা অনন্ত এক দৃশ্যপটের সামনে
আজ রচিত হোক নবতম এক গৌরব গাথা ...
নিষ্প্রদীপ শহরে কয়েক শো ডিগ্রী সেলসিয়াস পেরিয়ে
মাপা হোক মনুষ্যত্বের দৈর্ঘ্যের স্পন্দন সুখ



Previous Post Next Post