তোমার দিশায়
পথ হারানো অন্ধকারে কোথাও দিশা নেই-
তোমার 'পথের দিশা'তে পথ খুঁজছি তাই!
আজও যুগে কালোরাত্রি। দিনটা কেবল ছবি।
অসহায় মরছে শুধু। শয়তানরা কবি।
কাব্যে রক্ত, কাব্যে লাশ; দেয়ালও পড়ে খসে...
মানুষ এখন ছুরির শাণ; আপেল কাটে রোষে!
দিনের ছবি পর্দা ঢাকা ফ্ল্যাটের ইতিকথায়-
ঘুমাচ্ছে পিঠ চাদর ঢেকে আজকে
বইয়ের পাতায়। গল্প শুধু, কাব্য ধুধু, শিরদাঁড়াহীন শব্দ;
'একই বৃন্তে দুইটি কুসুম', ভুলছে মানুষ ও অব্দ।
তোমার শিরার স্রোতটাকে খুঁজছি আজ তাই,
তোমার সৃষ্টির অন্তরালে যদি শিরদাঁড়াটা পাই!
খুঁজছি শত শিরদাঁড়া আর মুখোশহীন পুরুষ,
তোমার সারমর্মকে জয়ী করার মানুষ-
গাইবে গান মানুষ মানুষ, মানুষ পরিণাম;
কাব্যগানে ভরবে বাতাস, জয়ের সুরতান।
জয়ী হবে মানুষ মানুষ, জয়ী হবে তুমি,
সত্যই কি পারব ছুঁতে তোমারই ভূমি?
আজকে প্রশ্ন আমার কাছে, প্রশ্ন আয়নায় আমরা-
উত্তরটা ভবিষ্যতই, বাংলার
প্রাণভোমরা!
তোমায় শুধু স্মরণ নয়, তোমার গান মাখি...
তোমার 'বিদ্রোহী' আগুনে জ্বলুক ঘরে বাতি। '
আনন্দময়ীর আগমনে' নিভুক হৃদয়-জরা,
প্রাণে প্রাণের বিনুনিতে ভাঙুক রাত্রিকারা!
Tags:
বিশেষ পাতা