মৌমিতা দে

moumita

শোক প্রস্তাব


কল্পনায় ডানা মেলবো ধাতে সয় না
যা হওয়ার নয় তেমন ইচ্ছে আস্কারা পায় না
আমার ত্রিসীমানার কোথাও ।
টবে জল দিই ফুলের জন্য
গাছের জন্য বললে অর্ধসত্য হবে
কারণ মরসুমী গাছ জল পেলেও
মায়া কাটিয়ে চিরকালই স্বল্পায়ু ।
আগাছার উপরে আমার কোনো মায়া নেই
উপড়ে ফেলতে হাত কাঁপে না একটুও ।
মিনমিনে গলায় কেউ ভালোবাসি বলতে এলে
পেটে দম লাগে তুখোড় হাসিতে ।
ভালোবাসতে দায়বদ্ধ যারা- তারাই ধাপ্পাবাজ
আর তুই শালা ন্যাকা ষষ্ঠীচরণ-
কলসী সঙ্গে থাকলে
গামছা আমি ফ্রি-তেই দিতে পারি
সঙ্গে উঠে দাঁড়িয়ে একটি মিনিটও
অখন্ড নীরবতার।




Previous Post Next Post