জাহাজঘাটার কাছে
অন্যমনস্কতার সুযোগে হাত ফস্কে পালিয়ে গেলি তুই
সেই থেকে দৌড়ে যাচ্ছিস সীমানা পেরিয়ে-
গলি পেরিয়ে- বড় রাস্তা পেরিয়ে-৷
সামনে আর একটু এগোলেই জাহাজঘাটা
ওখানে আঁকা হয় সূর্যডুবি- ভাসান হয় দুর্গাপুজোর-
ভোঁ দিয়ে জাহাজ ছাড়ে দূরের বন্দরের দিকে ৷
ওখান থেকে যারা জাহাজে যায়
তারা যায়ই- শুধু যায়- ফিরতে দেখেনি কেউ৷
ভয় নিয়ে পিছনে পিছনে দৌড়চ্ছি সেই থেকে
আর ডেকে চলেছি আয়- আয়-
যা চাই দেবো আয়- ভোরের শিশির দেবো আয়-
ঘুমপাড়ানিয়া গান _ বসন্তের কুহুক _ আলুকাবলি-
এক কথাতেই দিয়ে দেবো ঝুলনের সবকটা পুতুল ৷
কিছুতেই ধরাই যাচ্ছে না তবুও তোকে- কিছুতেই-
সামনে জাহাজঘাটা- সূর্যডুবির ক্যানভাস-
তুইও পৌঁছে যাচ্ছিস দ্রুত ৷
আয়নায় দাঁড়ালে বেশ দেখা যাচ্ছে
ছড়িয়ে গিয়েছে রূপোরঙা শীত
সূর্যাস্তের নিভে যাওয়া
অবসন্ন বিকেলের মতো-
আমারও ...
Tags:
কবিতা