ঝিলিমিলি


প্রিয়তম আসিবেন 


সে এক আনন্দের খেলায় আমরা
আমন্ত্রিত হয়ে হাত ধরেছিলাম,
সেই সংগে ছিল তরুণীদের সমাবেশ জড়িয়ে।
তারা কি ভাবেন,
কি করে জীবনটাকে সঠিক অর্থে ত্বরান্বিত করবেন সেই মর্মে
তারা তাদের সরু পথাটাকে ক্রমশঃ প্রশস্থ করে নিচ্ছিল ।

সমাজ পরিবর্তনের একটি পান্থশালায় আমরা হাঁটছি।
নেত্রীবৃন্দগণ তাই আমাদের সমতালে তাল মিলিয়ে বাকী ঘাটতিকে
পূরণ করে নিচ্ছেন, আমাদের হাতে নগদ  কি আ আছে আর কি নাই -
নতুন রসদগুলো আমাদের থেকেই যোগ করে বাড়িয়ে তুলছেন।

আমরা  পৃথিবীর সহযাত্রী হয়ে নিশান তুলে
অজানার দেশে পাড়ি দেবার স্বপ্ন দেখছি,
সেখানে আছে ফলে ফুলে সমৃদ্ধের দেশ,
সুঘ্রাণে  আর আলোকের বন্যার খ্যতি ইতিমধ্যে ছড়িয়ে পরেছে।      
আমরা একদিন সুকন্ঠে ইতিহাস  গাইতে পারব
মানুষের জয়ের কাহিনীকে বিস্তারে এনে,
আমরা আবার সঞ্চারীতে ফিরে ফিরে আসব প্রাণের মোহনায় মিলতে।

প্রিয় রথে চড়ে প্রিয়তমা আসিবেন,
তোমার সৃজন বহু সুরের অবগাহণে সমস্ত হয়ে উঠবে,
আমার পূজার অবশিষ্ট সেখানে সমাপ্ত ।।


Previous Post Next Post