ইন্দ্রানী সরকার


প্রাণসঞ্চার 


সোনার কলসে ধান
তলায় পাতা লক্ষীপিঁড়ি
পুবের আকাশে সোনা রোদ্দুর
পাতায় পাতায় শিশিরবিন্দু ।
বেজে ওঠে শঙ্খধ্বনি
জাগো মা, জাগো মায়া
নন্দিনী হও সুনিবিড় ছায়া
গল্পের প্রারম্ভে সে
গল্পের উপসংহারেও সে
কুসুমিত কবিতার প্রাণসঞ্চার ।




Previous Post Next Post