দে ব জি ৎ



অচেনা হওয়ার পরেও একটা আকাশ জুড়ে থাকে মিটমিটে আলো। যেভাবে নির্যাস বেধে দিয়ে এঁকে যায় আত্ম ক্ষরন। কিছু গোপন কথা ... থাক গোপনে। উৎসর্গ পত্রে একটা বেনুনি এঁকে দিয়ে যায় ঘোমটার নিদ্রা।

আকাশ জুড়ে এঁকে রাখা দুটো দোলনা, চাঁদের বকেয়া বেড়ে চলছে প্রতিদিন। শোকজ নোটিশ রেখে যাওয়া টেবিলের প্রান্তে, যে প্রান্ত থকে আকাশ দেখা যায় সীমাহীন। চাঁদ তো চেয়েছিল একটু আদর, মখমলে সূর্যের। ভালবাসার প্রতীক রুপে।

প্রত্যেক ঘূর্ননের একটা নিজস্বতা বজায় রাখার আয়োজনে, মিলনের প্রত্যেক নাম ধ্বংস, তবুও এঁকে যাওয়া ভালোবাসা একটা আস্ত সংসারে। পৃথিবীর পিঠ পুড়ে যায় ভালোবেসে, মা হওয়ার লোভে। কি লাভ এই পিঠ পুড়িয়ে? ছিঁড়ে খায় সন্তান বুক চিড়ে।

সন্তান ভালোবেসে ধর্ষণ করে লুটিয়ে যায় কোলে, জন্মের প্রতি উত্তরে।




Previous Post Next Post