প্রয়াম
চৈত্রের পড়ন্ত প্রদোষে তপ্ত সরিত হরিদ্রাভ ইরনে
একখণ্ড কৃষ্ণ নীরদপুঞ্জের প্রত্যাশায় না থেকে
আমার ইন্দ্রিয়াতন থেকে নিঃসৃত বিন্দু বিন্দু প্রাণদে
রচনা করলাম আমার স্বরচিত একখণ্ড সবুজের রাজ্য ।
তাতে অভাব হল না কোন অজন্য শোভার ।
দীর্ঘ প্রতীক্ষায় অন্ধ প্রায় চোখের কালিমা দিয়ে তৈরি হল অর্ণোদ,
অবহেলিত,লাঞ্ছিত আঁখিরর কীলল গড়িয়ে তৈরি হল এক গভীর নদী খাত,
ধূসর মরু প্রান্তরে গড়ে উঠল আমার স্বান্তের সবুজ মিশ্রিত এক গভীর বনস্থলী ।
তারই মাঝে আরন্যক ঋষির ওঁ কার ধ্বনী তৈরি হল আমার ধীন্দ্রিয়ের
গভীর বিরহ ক্ষতের ক্রন্দন ধ্বনী থেকে ।
Tags:
কবিতা