কবিতা-জীবন
এখন আমার ঘরে অন্ধকার-
আবছা আলো ,
শুধু শব্দে-কল্পে বেঁচে থাকা
শব্দগুলো সাজাতে বসে দেখি—
ভীষণ অগোছালো !
প্রতিদিন খুব ভোরে-
অর্ধেক করে গান গেয়ে তুমি চলে যাও-
অন্য একটা গানে,
আমার মন থেমে থাকে,
থমকে যায় হিমশিখা—
দেবমণ্ডলী সুলভ - লোককথা,
হৃদয়ে জেগে ওঠা-
অর্থহীনা বাক্যের প্রেমের অধিষ্ঠানে।
আমি কবি , কথার চাকর ,
কলমের ছোঁয়ায় খুঁজে চলি শুধু -
মনের গোপন আকর।
তোমার স্পর্শ পাইনি
তাইতো এমন কল্পনাতে-
সাজিয়ে নেওয়া,
বুঝিয়ে নেওয়া -
এই প্রলম্বিত সুখ.....;
হারিয়ে যাওয়া দোতারা-মনের-
মৃত্যু -অভিমুখ..... ।
Tags:
অন লাইন