দেবজিৎ দে




নেপথ্য নায়ক 
                                         

শত বর্ষ আগে -
ফুটেছে ফুল ,
সুরভিত আজও !
নাম নজরুল ।

পরাধীন দেশে -
শোষকের হুল ,
করেছেন ছাই !
এই নজরুল ।

কলমের কষা ঘাতে
বৃটিশ কুল ,
বিতাড়িত শেষে ।
ভীতি , নজরুল ।

তারই লেখা গানে -
বিদ্রোহে মশগুল ,
আজও মানুষ !
বুকে , নজরুল ।



Previous Post Next Post