॥ বিজ্ঞাপন ~ নিরুদ্দেশ॥
কাগজ জুড়ে বিজ্ঞাপন
কিছু ধর্ষণ, কিছু সংস্কৃতি, কোথাও ধর্ম
আর কোথাও
নিরুদ্দেশ, আর না ফেরা
ছাপার অক্ষরে প্রতীক্ষা
কিছু অনুরোধ
''ফিরে আয় শুভ ... মায়ের উপর কি এত রাগ করতে হয় বাবা? ''
বদলে যায় সময়
বদলায় খবর
চলতে থাকে সেই বিজ্ঞাপন
নিরুদ্দেশ, আর না ফেরা
'' শুভ ফিরে এসো, তোমার মা খুব অসুস্থ ...
অনেক হলো আর কত কষ্ট দেবে আমাদের? ''
অনেক হলো আর কত কষ্ট দেবে আমাদের? ''
কান পাতলে শোনা যায়
ছাপার অক্ষরের নীচের জমানো আর্তনাদ
ছাপার অক্ষরের নীচের জমানো আর্তনাদ
দেখা যায় সেই বৃদ্ধ চোখের অপেক্ষা
বিজ্ঞাপনও যেন চেয়ে থাকে ফেরার অপেক্ষায়
শুভ ফিরবে। নিশ্চয় ফিরবে।
ফিরে আসে শুভ!
থেমে যায় বিজ্ঞাপন
অপেক্ষায় বৃষ্টি নামে সেদিন।
শহর পাতা ওলটাই এবার ...
ভাঙা গড়া চলতে থাকে খবরের।
হঠাৎই চোখে পড়ে একটা ছোট্ট কলাম -
'' ফিরে এসো মা, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো মা,
ফিরে এসো। ইতি, শুভ। ''
'' ফিরে এসো মা, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো মা,
ফিরে এসো। ইতি, শুভ। ''
Tags:
বিশেষ পাতা