তন্ময় দেব



নারী বসন্ত...

রক্তপলাশের উন্মীলিত আঁখি,
নারী; তোর দেহ জুড়ে বসন্ত, চুপিসাড়ে, একাকী
অস্তরাগের গোলার্ধে ডুবন্ত সূর্যের আভা যেমন
দিনান্তে দিয়েছে ফাঁকি

বসন্ত চিরস্থায়ী নারীত্বের প্রমাণ স্বরূপ,
রক্তাক্ত জলীয়বিন্দু প্রাণের অস্তিত্ব নিশ্চুপ,
প্রহর গুনে গুনে ঘড়ির কাঁটা যেমন
নির্বাক, অস্ফুট
নারী; বসন্ত তুই নিজে, তোর মনে
চতুর্দিক সামলে নিজেকে বসিয়ে রেখেছিস
মাতৃত্বের আসনে;
এটাই শ্রেষ্ঠ, এটাই বসন্ত

Previous Post Next Post