তানিয়া তুন নূর


পাতা নীল ঘর 
আমাকে বসন্ত ছোঁয় না প্রিয়
যতোটা ছুঁতে পারে শীত
পাতা ঝরা হেমন্ত
ছেড়ে চলে যাওয়া পথ, শূন্য বাড়ি
প্রেমিকার কাছে না পৌঁছানো
প্রথম চিঠি।
বুক পকেটের নীরব কোণ থেকে কেঁদে ওঠে অশ্রুঘাম
দূরত্ব লিখতে বসি মৌন উঠোনে, তার আমার
একলার ভিড়ে;
শেষ কালিটা রেখে যায় রেশ ঝুলন্ত নয়নে

হে প্রিয়...
আমাকে ছোঁয় না বসন্ত,
যতোটা ছুঁতে পারে শীত
পাতা ঝরা হেমন্ত।


Previous Post Next Post