সুপ্রতীম সিংহ রায়



নদীকথা



সন্ধ্যা নামলে সমস্ত মরা নদী জেগে ওঠে একে একে
তাদের বুক ভরতি থৈ থৈ করে জোৎস্নাজল।

বহুদূর থেকে দেখে দু-কোটি ঈশ্বর
আলোকবর্ষ পেরিয়ে এসে চুমা দেয় কপালে।

সমস্ত মরা নদী ফের এক একটা রূপকথার নায়িকা হয়ে জন্মায়
বেড়ার দু-ধার জুড়ে প্রহরী ঘেঁটুফুল গাছ সেখানে নেমে আসে শুদ্ধস্নানে।

নদী উতলা হয় ক্রমাগত,
আচ্ছন্ন করে তাকে পরিযায়ী চাঁদ
অবশেষে কিছু ফাঁকা ফ্রেম জমে থাকে বিলাসী ক্যানভাসে।

Previous Post Next Post