সুপম রায়

বসন্ত এক্সপ্রেস 
টেবিলে ঝুলে পড়া রোদের শরীরটা ছিল বিবর্ণ ,
আতসকাঁচের সাথে খেলা করে না আর ...
দেওয়াল থেকে দেওয়ালে লেগে আছে বিষাদ ,
পুরনো ক্যালেন্ডারে চোখ পড়ে না আর ।
গলি থেকে গলির মাটিতে ঝরা পাতার গান ,
বাতাসে বাতাসে হয় মুখোমুখি অভাব ...
ওই প্রান্ত থেকে রঙিন ঘুরির ডাক আসে রোজ ,
এই পারে তৈরি সবাই গুছিয়ে আসবাব ।
টিকিট কেটে স্বপ্ন দেখার স্বাদ হয় মনে খুব ,
রামধনুর সাথেই হোক্‌ রঙের বিজনেস্‌ ...
সমস্ত বিষাদ ও বিবর্ণ রোদের আরেকটা সুযোগ ,
এখনই ছাড়বে , দাঁড়িয়ে বসন্ত এক্সপ্রেস ।



Previous Post Next Post