বসন্ত উৎসব
বসন্ত দাঁড়ায়ে দ্বারে
উচ্ছ্বসিত শিমুল পলাশ!
বনে বনান্তরে মুকুলিত পল্লবের
সুরভিত কুসুমের মাঝে
প্রকৃতির বিহ্বল উচ্ছ্বাস।
দখিনা বাতাসে ভাসে
উৎসবের আমন্ত্রণ....
গুঞ্জরিত অলিদল!
মদালসা কামিনীর নূপুর নিক্কণ
আবেশে সোহাগে দেয়....
বসন্তেরে গভীর চুম্বন।
বাসন্তী বসনে সাজে ঋতুরাজ
বাসন্তী উষ্ণীষ...
গলে দোলে বাসন্তী ফুলহার
বাসর সজ্জিত হয় বাসন্তীর ফুলে
কোকিল কুহরে বারবার।
আবীরে গুলালে রাঙা ঋতুরাজ
প্রকৃতিরে দেয় আলিঙ্গন!
যেতে নাহি দিব তোমা!
দৃঢ় হয় প্রকৃতির দুবাহু বন্ধন।
আসে বিদায়ের ক্ষণ
খুলে যায় কবরীর মালা
শিথিল প্রকৃতির বিস্রস্ত বসন!
দিগন্তে মিলিয়া যায়...
হৃদয়ের বিদীর্ণ ক্রন্দন।
বর্ষশেষে আসিবার প্রতিশ্রুতি দিয়ে
বসন্ত বিদায় লয় আপন আলয়ে...
সাঙ্গ হয় খেলা!
প্রকৃতির দীর্ঘশ্বাস মিলায় বাতাসে
সন্ধ্যা নামে ধীরে।
বসন্ত দাঁড়ায়ে দ্বারে
উচ্ছ্বসিত শিমুল পলাশ!
বনে বনান্তরে মুকুলিত পল্লবের
সুরভিত কুসুমের মাঝে
প্রকৃতির বিহ্বল উচ্ছ্বাস।
দখিনা বাতাসে ভাসে
উৎসবের আমন্ত্রণ....
গুঞ্জরিত অলিদল!
মদালসা কামিনীর নূপুর নিক্কণ
আবেশে সোহাগে দেয়....
বসন্তেরে গভীর চুম্বন।
বাসন্তী বসনে সাজে ঋতুরাজ
বাসন্তী উষ্ণীষ...
গলে দোলে বাসন্তী ফুলহার
বাসর সজ্জিত হয় বাসন্তীর ফুলে
কোকিল কুহরে বারবার।
আবীরে গুলালে রাঙা ঋতুরাজ
প্রকৃতিরে দেয় আলিঙ্গন!
যেতে নাহি দিব তোমা!
দৃঢ় হয় প্রকৃতির দুবাহু বন্ধন।
আসে বিদায়ের ক্ষণ
খুলে যায় কবরীর মালা
শিথিল প্রকৃতির বিস্রস্ত বসন!
দিগন্তে মিলিয়া যায়...
হৃদয়ের বিদীর্ণ ক্রন্দন।
বর্ষশেষে আসিবার প্রতিশ্রুতি দিয়ে
বসন্ত বিদায় লয় আপন আলয়ে...
সাঙ্গ হয় খেলা!
প্রকৃতির দীর্ঘশ্বাস মিলায় বাতাসে
সন্ধ্যা নামে ধীরে।
Tags:
কবিতা