সুদেষ্ণা বন্দ্যোপাধ্যায়

খেয়ালি 
পোয়াতি ওই কৃষ্ণচূড়ায় ইচ্ছেপূরণ রঙ
যখন তখন পড়ছে ঝরে সর্বনাশ !
বসন্তেরই দীর্ঘশ্বাস ঘাড়ের কাছে
সুপ্ত গর্ভে জন্ম নিচ্ছে মিথ্যেআশ।

চোখ ফেরালাম। মন ফেরেনা তাও
রোদ্দুর আজ অপেক্ষাতে পলাশ বনে
চাতক চোখে জল চাইছে একটুখানি
পূর্ণকলস খুঁজছি আমি মনে মনে।

ঘূর্ণি তুলে উড়ছে ধুলো দিকবিদিক
উড়ছে কিছু সঙ্গী সাথী বর্ণহীন
নাম নাজানা ধুকপুকুনি হালকা হাওয়ায় -
পাল তুলেছে,নয় যদিও বর্ষাদিন।

ডাক পড়েছে,আর এদিকে চাইছি-
যেন বধির হই।  এমন দিনেও-
দাবানলের আগুন যদি পোড়াতে চায়!
অবশেষে ঠিক দাঁড়াবে সাগর কেও।


Previous Post Next Post