সুদর্শন প্রতিহার

সুখ 
পাতা ঝরা গাছে বসন্তের মুকুল
ঘন কুয়াশা পেরিয়ে ঝলমলে রোদ
কন্ কনে ঠান্ডা পিছনে ফেলে -
"আহা ! কী আনন্দ আকাশে -বাতাসে "
কোকিলের কুহু -কুহু ডাক
খুশির ফোয়ারাতে রঙ ভরে রামধনু.....

পরিযায়ী ফিরে চলে আপন দেশে
সুখ ; বসন্তের সুখ
সে যে বড়ই ক্ষনস্থায়ী
পরিযায়ীর মতই -
ফিরে ফিরে আসে ,উড়ে চলে যায়
দূরে তাকিয়ে ...প্রখর গ্রীষ্মের হাতছানি !!!


 মুখোশের আড়ালে 


হারিয়েগেছে বহু কিছু
হারিয়েছে মান আর হুস
খুঁজতে গিয়ে ঐতিহাসিক খনন
মিলল না কোন কিছুই
হারিয়েছে যা ছিল সব
সাদা ছাই মাখা ঘন কুয়াশায়
চোখ রেখে -ঝাপসা
সবুজের দিগন্তে -
ফাঁক খাঁ খাঁ ...
চেনা মানুষের মাঝে অচেনার ভিড়
মুখোশের আড়ালে অমানুষের দল ...!!!



Previous Post Next Post