রংবিলাস
(১)
অকারণ জলরং'এ এই ফাগুন, এই পরশ
চিত্রিত হতে চাইছে কেমন!
তুমি পায়ে পায়ে পাহাড় বয়ে, নিয়ে এসেছ
খরস্রোতার ঝিরি আশ্বাস, হরিতকী রং যাপন।
এই শিমূল থেকে তোমার অবাধ্যতার
মাঝে যেটুকু শিউরে ওঠা বাকী আছে,
সেটুকু আজ মোহনা হয়ে উঠুক তোমার আঙ্গুলের কাছে।
(২)
এমন পলাশ রাতে আমরা বরং জখম রাখি
স্বস্তির পাশে।
তুমি অযৌক্তিক শব্দদের মামুলি কোনো রং মনে করতেই পারো!
এই রাধিকাবাতাস চিবুক ছুঁয়ে গেলে
তুমি ভাবতে থেকো তাকে ঠিক কি রঙ্গে রাঙ্গানো যায়!
সাদামাটা সে রংবাঁক থেকে
তখন নাহয় আমরা হেঁটে যাব ব্যাবিলনের দিকে।
হেঁটে যেতে পারি
খানিক সংশয়ের দিকে, নেশার দিকে-
(৩)
আরও প্রস্থের দিক থেকে আড়াল ছিঁড়ে এলে আমরা হতচকিত হয়ে উঠব এই তুমুল বেঁচে থাকায়।
বলা ভালো আরও প্রচ্ছন্ন হয়ে উঠব
প্রতিটি রঙ্গিন তারিফের কাছে।
ছায়ারা ভারী হয়ে উঠলে
হাত টুকু বাকী রেখো ছেলে।
সে উপত্যকায় সবুজ হয়ে উঠুক প্রেমগুলো। আমাদের প্রতিটি জলরাতে।
(১)
অকারণ জলরং'এ এই ফাগুন, এই পরশ
চিত্রিত হতে চাইছে কেমন!
তুমি পায়ে পায়ে পাহাড় বয়ে, নিয়ে এসেছ
খরস্রোতার ঝিরি আশ্বাস, হরিতকী রং যাপন।
এই শিমূল থেকে তোমার অবাধ্যতার
মাঝে যেটুকু শিউরে ওঠা বাকী আছে,
সেটুকু আজ মোহনা হয়ে উঠুক তোমার আঙ্গুলের কাছে।
(২)
এমন পলাশ রাতে আমরা বরং জখম রাখি
স্বস্তির পাশে।
তুমি অযৌক্তিক শব্দদের মামুলি কোনো রং মনে করতেই পারো!
এই রাধিকাবাতাস চিবুক ছুঁয়ে গেলে
তুমি ভাবতে থেকো তাকে ঠিক কি রঙ্গে রাঙ্গানো যায়!
সাদামাটা সে রংবাঁক থেকে
তখন নাহয় আমরা হেঁটে যাব ব্যাবিলনের দিকে।
হেঁটে যেতে পারি
খানিক সংশয়ের দিকে, নেশার দিকে-
(৩)
আরও প্রস্থের দিক থেকে আড়াল ছিঁড়ে এলে আমরা হতচকিত হয়ে উঠব এই তুমুল বেঁচে থাকায়।
বলা ভালো আরও প্রচ্ছন্ন হয়ে উঠব
প্রতিটি রঙ্গিন তারিফের কাছে।
ছায়ারা ভারী হয়ে উঠলে
হাত টুকু বাকী রেখো ছেলে।
সে উপত্যকায় সবুজ হয়ে উঠুক প্রেমগুলো। আমাদের প্রতিটি জলরাতে।
Tags:
কবিতা