বাসন্তী
সিনেমার রংমাখা ঘর
তুমি ড্রামাটিক হলে সন্ধের সময়
কোথাও বাজছে
হাম দিল দে চুকে সনম্
কোথায় কাওতালি?
সেরকম করেই অফিস যায় অফিসদিন
কক্ষপথীয় সমাপতনে
পলাশ উত্তর দিচ্ছে
এ বসন্ত
বিষঋতু
রাতের খাওয়ার পরে
তুমি উদ্বেল
বাইরের পাকারাস্তারা বুনছে
ভিখিরির ক্যাঁথা,
আগুন জ্বালাও কড়িকাঠ
কিছুটা ভিজে বলে
শক লাগে
বিয়ের জোড়ে
পায়রা বসার সময়
বাসন্তী ইয়ে!!
তুমি অন্তর ধুচ্ছ
সাবান ফেনায়
ভেতরে লাড্ডু ফোটার সময়
মেপে নিচ্ছি নিজেকে
ক’ ইঞ্চি?
তারপর
শোনো স্বাগতা,
আমি দিল দিইনি অনেকদিন
ষাঁড় হয়ে ফিরছি, ঘুরছি
তুমি চাও?
বসন্ত?
ভরে দিই তবে
এ মার্চমাস জ্বালাই
দেশ লাই দিয়ে
তুমি ভেঙে ভেঙে
চিতা গড়ো
দ্রুতবেগ
দ্রুততম হয়
আহ্ বাসন্তী
ইঁয়াহা নাচো
উন কুত্তোকে সামনে
মাত্ নাচনা

তুমি ড্রামাটিক হলে সন্ধের সময়
কোথাও বাজছে
হাম দিল দে চুকে সনম্
কোথায় কাওতালি?
সেরকম করেই অফিস যায় অফিসদিন
কক্ষপথীয় সমাপতনে
পলাশ উত্তর দিচ্ছে
এ বসন্ত
বিষঋতু
রাতের খাওয়ার পরে
তুমি উদ্বেল
বাইরের পাকারাস্তারা বুনছে
ভিখিরির ক্যাঁথা,
আগুন জ্বালাও কড়িকাঠ
কিছুটা ভিজে বলে
শক লাগে
বিয়ের জোড়ে
পায়রা বসার সময়
বাসন্তী ইয়ে!!
তুমি অন্তর ধুচ্ছ
সাবান ফেনায়
ভেতরে লাড্ডু ফোটার সময়
মেপে নিচ্ছি নিজেকে
ক’ ইঞ্চি?
তারপর
শোনো স্বাগতা,
আমি দিল দিইনি অনেকদিন
ষাঁড় হয়ে ফিরছি, ঘুরছি
তুমি চাও?
বসন্ত?
ভরে দিই তবে
এ মার্চমাস জ্বালাই
দেশ লাই দিয়ে
তুমি ভেঙে ভেঙে
চিতা গড়ো
দ্রুতবেগ
দ্রুততম হয়
আহ্ বাসন্তী
ইঁয়াহা নাচো
উন কুত্তোকে সামনে
মাত্ নাচনা
Tags:
কবিতা