শান্তনু দাশ

বনপলাশী
এখন শহর কৃষ্ণচূড়া
বনপলাশী সন্ধে
উজান এলো শাখায় শাখায় !
পর্ণমোচী গন্ধে

শরীর জুড়ে নরম আলো
বেহিসেবী জ্যোৎস্না
বুকের ভেতর গোপন ছোঁয়াচ
উতল কেন হোস না?

নিষেধ নদী পার হয়ে যাই
শুনতে পেলে ডাক
স্রোতের উপর হিমেল তুফান,
বৃষ্টি ভিজে যাক !

কোথায় থাকে এতো আগুন
কোথায় থাকে জল?
সারাটা দিন ছলাৎ ছলাৎ
লক্ষে অবিচল!

নদী বলতে বালিকা গাছ
বাসন্তী রঙ শাড়ি,
ডাক পাঠালে শেষ বিকেলে
ভালবাসতে পারি !



Previous Post Next Post