Homeকবিতা রীতা ঘোষ Wednesday, March 23, 2016 2 min read 0 বসন্ত তোমার চোখে বসন্ত দেখেছি আমি শিমুল , পলাশ করছে কানাকানি মনের কোনে ফাগুন জ্বেলেছে আগুন পুড়ে খাক হোক হৃদয়ের যত গ্লানি প্রেমের আবীরে রাঙাতে তনুখানি ছুঁয়ে দাও আমায় , হই কলঙ্কিনী ! Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share