রীতা ঘোষ


জানলার গরাদে মাথা ঠেকিয়ে , মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে দেখি চাঁদের দিকে । হাওয়ার সাথে ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে সহসা চাঁদকে জড়িয়ে ধরে মেঘ। মুহূর্তের জন্য নেমে আসে অন্ধকার। অজানা আশঙ্কায় দীর্ঘশ্বাস ছাড়ে রাত্রি। হাস্নুহানার সুবাসে নেশালু মাতাল হাওয়া এলোমেলো ছোটাছুটি করে , খুনসুটি করে চাঁদের সাথে।  বাঁধন আল্গা হতেই উৎসুকতার সাথে উঁকি দেয় চাঁদ। হাতছানি দিয়ে কাছে ডাকে আমায়। জানতে চায় , কেমন আছি , কার প্রতীক্ষায় উদাসী বাউল মন একাকী একতারা বাজায় !

এক লহমায় স্মৃতির সাগরে জোয়ার আসে। মনখারাপি ঢেউগুলো আছড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ছিটিয়ে পড়ে মনের বেলাভূমিতে। ভাঁটার পিছুটানে হৃদয়ের নরম খাঁজে আটকে যায় একটি নীল ঝিনুক। যার বুকে জমা রাখি সহস্র অশ্রু ফোঁটার হিসাব । 

ক্ষণিকের বিস্মৃতিতে হাসির মুক্ত ঝরিয়ে বলে উঠি, ভাল আছি, আসলে ভাল তো থাকতেই হয়। এই যে অভিভূত হয়ে তোমার দিকে তাকিয়ে আছি, তোমাতেই অন্তর্লীন সেই অস্তমিত সূর্যকে খুঁজছি, যাকে কোন এক স্বর্ণালী সন্ধ্যায় ভালবেসে ফেলেছি আমি !



Previous Post Next Post