রিঙ্কু কর্মকার চৌধুরী

নারীর মত রুপকথা
আকাশ  ঘিরে মেঘ করলে
লাল ওড়ণা উড়িয়ে দিয়ে,
লম্বা বেণী , কোঁকরা চুলের
খামখেয়ালি  গোলাপী  মেয়ে
মাটির শরীর সবুজ  শিশির
নখের  উপর  আয়না  আঁকো।

বেপরোয়া শব্দ  লেখো
খাতার ভেতর খুব  গভীরে।
লালচে  ঠোঁটে ঠোঁট  ছোঁয়ালে
চোখের কাজল ধেবড়ে গেলে
নিষ্প্রয়োজন প্রেমের ছবি
নষ্ট হলে একাই বাঁচো।

মন্দ মেয়ের রুপকথাতে
পক্ষীরাজের ডানায় মেলে
ঊষ্ন হাওয়া  উড়িয়ে   দিয়ে
এমন করেই স্বপ্ন বোনো।
নতুন  শহর নিয়ন রাতে
জোণাক আলোয় আদর সাজো।

সেই মেয়েটাই আমার  পাড়ায়
আমার গলি আমার ছাদে
বাগান  সাজায় রঙ্গীন  ফুলে।
নষ্ট মেয়ের গোলাপী  আকাশ
উড়ছে একা ভাসছে সুদূর

ধুলোবালির রাস্তা জুড়ে।

Previous Post Next Post