ভাষাসমস্ত
১।
ভাষা এখন তেরছা
বসন্তের রোদ তৃণ আর
কুমোরটুলির মৃৎশিল্পীর হাতে
হাতের রেখায় কোনো ফাটল নেই
ভাষার কোনো বাকল নেই
২।
ভাষা একতাল তুলি
মৃত্তিকার সৃজনে বুনে রাখছে ম
ম থেকে গুটিপোকার মা
শিমূল আর দেবায়ন
দুহিতা শিশু
আগলে রাখো সেই কন্যাচুমুক
সজল বিশ্বাসের অক্ষরদুধ
৩।
চুমো খাও
উপহার উৎসুক
করতালিতে তান দিয়ে
প্রণাম করো অলীক পা দুটি
গৈরিক সিঁদুরে মাটি মাখা
ভাষাটি পুরাতন ক্লাস
তোমার প্রাক্তন সহপাঠী
৪।
এবং বৃষ্টি
তুমুল ভাষার ভেতর
ভাসা ভাসা চোখ থির
ভাষাহীনতার যে চিঠি
লেখা হয়নি আজো
তার ঘরডাক
তার হরঘড়ি হাঁকডাক
বেঁচে আছে চিকণ
শব্দের জলবায়ু আর
আবহাওয়া দফতরের আপন
৫।
তুমি শুনছো না
আকাশজুড়ে কেমন প্রলয়
নদীজল ফুলে ওঠা খাল
বিদ্যুৎ চমক মাঠকৃষি
এইসময় হঠাৎ চমকে
যদি তুমি ডাকো
আমার ভাষায়
আমাকে চিনে ওঠো যদি
আমাদের আঁকা লেখায়
১।
ভাষা এখন তেরছা
বসন্তের রোদ তৃণ আর
কুমোরটুলির মৃৎশিল্পীর হাতে
হাতের রেখায় কোনো ফাটল নেই
ভাষার কোনো বাকল নেই
২।
ভাষা একতাল তুলি
মৃত্তিকার সৃজনে বুনে রাখছে ম
ম থেকে গুটিপোকার মা
শিমূল আর দেবায়ন
দুহিতা শিশু
আগলে রাখো সেই কন্যাচুমুক
সজল বিশ্বাসের অক্ষরদুধ
৩।
চুমো খাও
উপহার উৎসুক
করতালিতে তান দিয়ে
প্রণাম করো অলীক পা দুটি
গৈরিক সিঁদুরে মাটি মাখা
ভাষাটি পুরাতন ক্লাস
তোমার প্রাক্তন সহপাঠী
৪।
এবং বৃষ্টি
তুমুল ভাষার ভেতর
ভাসা ভাসা চোখ থির
ভাষাহীনতার যে চিঠি
লেখা হয়নি আজো
তার ঘরডাক
তার হরঘড়ি হাঁকডাক
বেঁচে আছে চিকণ
শব্দের জলবায়ু আর
আবহাওয়া দফতরের আপন
৫।
তুমি শুনছো না
আকাশজুড়ে কেমন প্রলয়
নদীজল ফুলে ওঠা খাল
বিদ্যুৎ চমক মাঠকৃষি
এইসময় হঠাৎ চমকে
যদি তুমি ডাকো
আমার ভাষায়
আমাকে চিনে ওঠো যদি
আমাদের আঁকা লেখায়
Tags:
দীর্ঘ কবিতা