বসন্ত
অভিমানগুলো রাখছি জমা মেঘের বুকে
বৃষ্টি হয়ে পড়বে যখন ক্ষেতখামারে
সোনার ফসল তুলবো আমি মনের ঘরে।
কৃষ্ণচূড়া তোমায় দিলাম হৃদয়খানি
লালের আগুন আকাশ জুড়ে সূর্য যখন অস্তগামি
ফেরৎ নেবো সেই বিকেলে।
নদী তোমার স্রোতকে দিলাম একটা বাউল গান
সুরে সুরে বয়ে যেও যেদিকে চায় প্রাণ
শুনিয়ে যেও অবসরে সময় হলে।
বসন্ত আজ তোমায় দিলাম মনের শিহরন
শাখায় শাখায় নতুন স্বপ্ন ফুটছে অকারণ
সবুজ বনভূমি জুড়ে নরম পেলবতা
সর্ষে ফুলে হলুদ হলে মনের উপত্যকা
দেখবো তোমায় দু’চোখ ভরে।
অভিমানগুলো রাখছি জমা মেঘের বুকে
বৃষ্টি হয়ে পড়বে যখন ক্ষেতখামারে
সোনার ফসল তুলবো আমি মনের ঘরে।
কৃষ্ণচূড়া তোমায় দিলাম হৃদয়খানি
লালের আগুন আকাশ জুড়ে সূর্য যখন অস্তগামি
ফেরৎ নেবো সেই বিকেলে।
নদী তোমার স্রোতকে দিলাম একটা বাউল গান
সুরে সুরে বয়ে যেও যেদিকে চায় প্রাণ
শুনিয়ে যেও অবসরে সময় হলে।
বসন্ত আজ তোমায় দিলাম মনের শিহরন
শাখায় শাখায় নতুন স্বপ্ন ফুটছে অকারণ
সবুজ বনভূমি জুড়ে নরম পেলবতা
সর্ষে ফুলে হলুদ হলে মনের উপত্যকা
দেখবো তোমায় দু’চোখ ভরে।
Tags:
কবিতা