নেপোদাদুর হোলি
নেপোদাদুর বিয়ের পরেই
আসছে খুশির হোলি,
ঠাম্মির মুখে আবির দিয়ে
জমবে রঙ্গোলী ।
দাদুর দিল নাচতে থাকে
লাভলী ঠাম্মির টানে…
হোলির রঙে রাঙিয়ে দেবে
ঠাম্মির মন-প্রাণে
দাদুর ভাবনা ছিল যত
সবই হল সাড়া
বন্ধু পানুর খসবে পকেট,
নেইকো কিছু তাড়া।
হোলির দিনে পানুর বাড়ী
বিশাল আয়োজন !
ঠাম্মির সাথে খেলবে হোলি
দাদুর শিহরণ
অবাক ঠাম্মি চেয়ে দেখে
নানা রঙের ঝলক
বন্ধু পানুর মাথায় হাত.
দাদু দেখায় চমক ।
Tags:
ছড়া