হ্যাপি হোলি
মুখে তোমার শিরার চাপ
ফেটে যাচ্ছে মন্দির মসজিদ গির্জা
আরও যদি বলা যেতো,
ফটোশপ নিয়মাবলীর মলাটে
চাপ চাপ দূষণ হঠাও।
আদিমের অস্থি মজ্জায় এখনো আগুনের খেলা
ন্যাড়াপোড়ার অজুহাতে পাপ সেলিব্রেট
ঢালাও লাইন ফুটপাথ ছাড়িয়ে ওভারব্রিজ।
কেমন আছো বৃদ্ধাশ্রম আবির,
কেমন আছো অনাথ রঙ
নির্ভয় মিষ্টি এখনো মেলে দেদার
শুধু টপাটপ...।
রাধাকৃষ্ণের দোল পূর্ণতা পায় পুণ্যে
রেখেঢেকে বৈধতে যোগ হয় প্রথম বর্ণ
রঙিন হবার নেশায় চেহারা নকাব
কথায় কাহিনি নিশ্চিন্ত।
মুখে তোমার শিরার চাপ
ফেটে যাচ্ছে মন্দির মসজিদ গির্জা
আরও যদি বলা যেতো,
ফটোশপ নিয়মাবলীর মলাটে
চাপ চাপ দূষণ হঠাও।
আদিমের অস্থি মজ্জায় এখনো আগুনের খেলা
ন্যাড়াপোড়ার অজুহাতে পাপ সেলিব্রেট
ঢালাও লাইন ফুটপাথ ছাড়িয়ে ওভারব্রিজ।
কেমন আছো বৃদ্ধাশ্রম আবির,
কেমন আছো অনাথ রঙ
নির্ভয় মিষ্টি এখনো মেলে দেদার
শুধু টপাটপ...।
রাধাকৃষ্ণের দোল পূর্ণতা পায় পুণ্যে
রেখেঢেকে বৈধতে যোগ হয় প্রথম বর্ণ
রঙিন হবার নেশায় চেহারা নকাব
কথায় কাহিনি নিশ্চিন্ত।
Tags:
কবিতা