প্রণব বসুরায়




ছুঁতে পারি আমিও হঠাৎ 
ঘোর লাগে মাঝরাতে, জানলার পাল্লা সরে যায়
জ্যোৎস্না ছিটকে ঢোকে চিলেকোঠা ঘরে
আর হাওয়া, মনে হয় কৃষ্ণসাগর থেকে এলো...
সে বলবে কিছু, হাতে দেবে গোপন চিঠিটি!
এতটা নরম হওয়া অনুচিত ভাবি,

বসন্ত এসেছিলো, স্মৃতি বলে দেয়
তখন সবে পনেরোয় পা
সে বড়ো দহন সময়
সারা দেহে রেখেছিলো চুম্বনের দাগ, নিজের খেয়ালে
আমি শুধু সময় গুনেছি, নিমের গন্ধ সাথে নিয়ে...
সে বসন্তে তুলোবীজ অযাচিত, ঢুকেছিলো ঘরে
আমাকে বসিয়ে রেখে
নিজেই উড়ে গেছে কালমৃগয়ায়

এখনো ঘোর লাগে মাঝরাতে, জানলায় মৃদু শিস
এখনও ভুট্টা পোড়ানোর মত তাপ
ছুঁয়ে যায়, ছুঁতে পারি আমিও হঠাৎ ...




Previous Post Next Post