প্রবণ পালন চট্টোপাধ্যায়

অপরাহ্ণে 
শরীরবৃত্তে নীল আবর্তে বসন্তরোদ
পূজারীর মনে উচাটন স্রোত বহু আহ্বান

ভালবাসা আসে ভরা সরোবর দীঘি উৎসব
কাঠফাটা রোদ প্রজাপতি ওড়ে অনায়াস বায়ু

নিজের মতন যুক্তি সাজানো ভগ্ন দেউল
কান্না ভাঙছে শব্দ ভাঙছে রামধনু হাসে ৷









Previous Post Next Post