পিয়ালী বসু

বসন্ত:  গিগোলো এবং ইত্যাদি..
সমর্পিত আকাশ
বসন্তের আবির রঙা দুপুরে
বল্গাহীন ভাবে শরীরের পর শরীর জুড়ে
নির্মিত হয়েছিল জিগ-স পাজেল

আমার চোখের লেন্সে এইমুহূর্তে স্পষ্টমান
তোমার শরীরের বিষণ্ণ  নগ্নতা
শরীরী জৌলুশ টাল খেয়ে যাচ্ছে
বিকেলের পড়ন্ত রোদে

বিশ্বাস রাখো
শরীরী  শৃঙ্গারে কোন বিতৃষ্ণা নেই ক্ষয় নেই
নেই কোন অকালবার্ধক্যের প্রবাল-প্রাচীর

তোমার কৌমার্য হরণের দায় আমার
স্বীকার করছি এ কথা
স্বীকার করছি
তোমার শরীরের  গাঢ়তম রক্তপাতের দায় আমার

আবহে এখন  পারফেকশনের সিম্ফনি
আমার নবতম প্রেমিকের  পোষাকটা খুলে রেখে
মঞ্চে ওঠো -- দেখে নাও চারিদিকে আলোর রোশনাই

বুঝে নাও -- প্রেমিকার শরীর  ছুঁয়ে
নিরলস ড্রাম বাদনের মধ্যে আজ তুমি
'গিগোলো ' হয়ে উঠলে



Previous Post Next Post