দোল পূর্ণিমা
শীত গড়িয়েছে যখন এবার
বলতেই হবে এটা বসন্ত কাল।
মরা কান্না বুকে চেপে হাহাকার,
লাল বসন্তে ভরে গেছে দেওয়াল।
যে দেশে রোজ চলে হোলি খেলা।
যে দেশে আঁশ বঁটি টাই পিচকারি।
যেখানে বসন্ত নামে রাতের বেলা,
সেখানে হাওয়ার গন্ধও আঁশটে বিচ্ছিরি।
রাতের স্বপ্নে এক মরুভূমি দেখা।
রক্তে নিকোনো তার প্রতিটি মরুদ্যান।
টুকরো টুকরো কাটা পড়ে মরীচিকা
লেডি ম্যাকবেথ সেখানে করছে স্নান।
এটাকে যদি তোমরা দোল বলো,
বলো বসন্তের রঙিন উত্সব-
আমি বলব এবার চোখটা খোলো
দেখো রং নয় গালে রক্ত লেপেচে সব।
এখানে রঙের চেয়ে বেশি ছড়ায়
ক্ষোভ, আক্রোশ, উসকানি বাতাসে।
সময়ের আগে ধর্ম হাত বাড়ায়।
শব আর মানুষ শুয়ে একই পাশে।
যতদূর চোখ যায় এই ছোট্ট কবিতার
ঝুলছে সারি সারি লাল কাপড় জামা।
ইচ্ছা করে না আর দোল খেলবার
তাও কোনো ঘরে পালন হবে পূর্ণিমা।
শীত গড়িয়েছে যখন এবার
বলতেই হবে এটা বসন্ত কাল।
মরা কান্না বুকে চেপে হাহাকার,
লাল বসন্তে ভরে গেছে দেওয়াল।
যে দেশে রোজ চলে হোলি খেলা।
যে দেশে আঁশ বঁটি টাই পিচকারি।
যেখানে বসন্ত নামে রাতের বেলা,
সেখানে হাওয়ার গন্ধও আঁশটে বিচ্ছিরি।
রাতের স্বপ্নে এক মরুভূমি দেখা।
রক্তে নিকোনো তার প্রতিটি মরুদ্যান।
টুকরো টুকরো কাটা পড়ে মরীচিকা
লেডি ম্যাকবেথ সেখানে করছে স্নান।
এটাকে যদি তোমরা দোল বলো,
বলো বসন্তের রঙিন উত্সব-
আমি বলব এবার চোখটা খোলো
দেখো রং নয় গালে রক্ত লেপেচে সব।
এখানে রঙের চেয়ে বেশি ছড়ায়
ক্ষোভ, আক্রোশ, উসকানি বাতাসে।
সময়ের আগে ধর্ম হাত বাড়ায়।
শব আর মানুষ শুয়ে একই পাশে।
যতদূর চোখ যায় এই ছোট্ট কবিতার
ঝুলছে সারি সারি লাল কাপড় জামা।
ইচ্ছা করে না আর দোল খেলবার
তাও কোনো ঘরে পালন হবে পূর্ণিমা।
Tags:
কবিতা